এই ত ক'দিন আগে দশ-দুই ছিল,
আজকে দেখে চোমকে উঠি ষোলো ।
চোখের পানে চোখ মেলালে হায় ,
প্রাণটা আকুশ তাকুশ করে দোলায় ।
শরীর খানে ঢেউ লেগেছে সোনার ,
রূপের চমক ছিটকে পরে কোণার ।
আহা মরি আহা মরি জড়িয়ে ধরি ,
নেশা লাগে চোখে মুখে কী যে করি ।
সে তো বাংলার ঘরে একটি মেয়ে ,
আজ নয় কাল ত তার হবেই বিয়ে ।
সে কি জানে জানে না ষোল মানে ,
আজ সে ষোল বাকি সবাই জানে ।

       (*)======(*)