কালকের দিনটা যা ছিল আজও যদি থাকত ।
কতই না ভালো বলো লাগত ?
কাল ছিল সুখের দিন, দিনটা কতো ভালো ,
ঘরের মধ্যেও রাতের বাতি জ্বালছিল আলো ।
ভয় লাগে ভালো হোক মন্দ,
আগামী কাল কেড়ে না নেয় যেটুকু আছে আনন্দ !
আজ থাক কাল থাক পরশুও থাক একই ,
এই করে কেটে যাক দিনগুলো বাকি ......।

                ()--------()