আজ কিছু বলব তুমি যদি শোনো ,
এই মন কেনো ভালোবাসে তুমি কি জানো ?
এই ভালোবাসা তোমাকেই পেতে চায় ,
কতো আশা স্বপ্ন দেখে যায় ...............।

আমার এই ভালোবাসা তোমারই,
রাত দিন স্বপ্নের সাগরে সাঁতারি
যদি তুমি এ মনের গভীরতা বুঝতে
স্বপ্ন বলে কিছু থাকত না রাতে ।

কবে তুমি আসবে স্বপ্ন ছেড়ে ,
যা কিছু বলেছি সত্যি করে
শুধু স্বপ্ন নয় এ মন তোমায় ভালোবাসে;
আশায় আমার দু'টি চোখ স্বপ্নে কেবল ভাসে ।

          (*)=_-=-_=(*)