যেইনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ,
ওমনি তোমার কাছে এলাম প্রেমের ভরসায় ।
তোমার কাছে আসাতে তোমায় ভালোবাসাতে ,
আমার ভীষণ মনটা ভরে যায় ।
সামনে নদী পাহাড়ে নদীর এপার ওপারে ,
কেউতো কোথাও নেই তবু সবাই জেনে যায় ।
যেইনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ।
----------অসমাপ্ত !