আমি আজ সব হারাতে চাই ,
সব হারিয়ে তোমায় পেতে চাই ;
তোমায় পেলে কি চাই আমার ?
তুমিই আলো জগত্‌ তোমার !

এই জগতে তুমিই মহান ,
তুমি আছো তাই পাচ্ছে সম্মান ;
ধনী থেকে গরিব বলো ,
সবাই নেয় তোমার পায়ের ধুলো ।

তুমি যদি নাহতে এই জগতে ,
আমিই থাকতাম কি করতে ?
তুমি আছো সব কিছু তাই ,
তোমার মধ্যে আমি খুঁজে পাই ।

        -_----*----_-