বলাই আছে কানাই আমার
- - সুখেন্দু মাইতি

বলাই আছে কানাই আমার
হারিয়ে গেছে ভাইরে ,
তাই জীবনে কঠিন ব্যথা
বুকের মাঝে পাইরে ।
নাইরে কানাই চোখের পানায়
নিকট হতে আজ দূর ,
কন্ঠে আর সুর ব্যাঠেনা
মন করে কৈ ঘুর ঘুর ।

   (-----_-----)