নতুন দিনে নতুন করে
আরো পেতে চাই আপন করে
আমার হৃদয় ভরা ভালোবাসা
আর মন জুড়ে থাকা অফুরন্ত খুশি
নববর্ষে উজাড় করা শুভেচ্ছা
আমি শুধু তোমায় ভালোবাসি ।
পাহাড় আছে পর্বত আছে
জল আছে জঙ্গল আছে
সমুদ্র আছে ঝরনা আছে
এদের থেকে যে কেউ সুন্দর আছে
এই পৃথিবীর বোধ হয় জানা নেই
সবার সেরা বন্ধু আমার
বন্ধুর পরিচয় এইখানেতে রেখে যাই ।


            _-------_