কিছু বলার ছিল তাই তোমার কাছে ,
আজ এসেছি ছোট্টো অধিকার আছে ।
অনেক আশা নিয়ে জানতে চায় মন,
ছিলাম অচেনা আপন হলাম কখন ?
মনের ইচ্ছা মনেই রেখেছ তবু বলনি ,
গোপনে ভালবেসেছ বুঝতেই পারিনি ।
মনের সাধ হয় কাছে অদূরে থাকতে ,
যদি অপন হতাম পারতে দূরে রাখতে ।
ভুল বুঝা বুঝি অনেক হয়েছে অনেক ,
ভালো লাগেনা ছেরে দিতে চাই ভেক ।
ঝগড়া ফেলে ঘুরতে যাওয়া এক সাথে ,
ভালো লাগবে আমার হাত তোমার হাতে ।
_-_-_-_-_