মন ছুঁয়েছে ,
মন রয়েছে ,
মন কেঁদেছে ,
মন হারিয়েছে ।
মন ধরেছে বায়না ,
মন চেয়েছে আয়না ।
মন যে মনের কাছে ,
মন যে বেয়াড়া আছে ।
মন হতে চায় ,
মন খুঁজে পায় ,
মন সয়ে যায় ,
মন বয়ে যায় ।
মন হাসতে জানে ,
মন ভালবাসতে জানে ।
মন ধরে রাখতে পারেনা ,
মন খুশিতে থেমে থাকেনা ।
__
__
__