চলেছি তোমার সাথে ভয়কি আমার
পথ যতই হোক ভঙ্ককর ,
বিপদে তুমি আছো আমার সাথে
এক মাত্র সংকর ।
আমি যেতে চাই হারাতে হারাই না কভু
পাছে তুমি ডেকে নাও ,
যে পথে কেউ গেলে আসে নাকো ফিরে
আমায় কেনো তুমি রুকে দাও ?
আমি যে যেতে চাই সেই পথেই
অনেকেই ছেড়ে গেছে আমাকে ,
যারা ছিল সাথী খুব কাছে
তারা যে আমার পথ চেয়ে থাকে ।
-----------