আষাঢ় শ্রাবণ মানে না তো মন ,
দু'জনে এক ঘরে হব কখন ?
শ্রাবণ শ্রাবণ নয়ন নয়ন ,
চেয়ে আছি এই তো সদাই কেমন ।
ভেবেছিনু দু'জনে দু'জনে জোড়া লেগে,
হয়ে যাব খেঁচুড়ি এই যে শ্রাবণ ।
বৃষ্টি ভেজা দিনে ভালো লাগেনা যেমন ,
এসেছে আষাঢ় শ্রাবণ ।।
এই আষাঢ় শ্রাবণ মনে প্রেম নিয়ে এলো যে ,
শীতল বাতাসে হারিয়ে আমি যাচ্ছি ।
ফোটা ফোটা বৃষ্টির ভাষাতে ,
মনে মনে লুকো চুরির খেলা খেলেছি।
ভালো লাগেনা তুমি ছাড়া এখন ,
আষাঢ় শ্রাবণ মানে নাতো মন ।।
;";";";";";";";";";