আছি আমি তোমারি,
পথ চেয়ে থাকতে ।
ভেবে ভেবে লিখছি,
মনে মনে রাখতে ।।
আজকের এই খাতাটি,
হারিয়ে যদি ফেলি ।
ভাববে তুমি আমাকে,
আকাশে আমি খেলি।।
এই পৃথিবী তোমার,
তুমি ভালো থাকলে ।
আমার সুখ তাতেই,
মাটিতে পা রাখলে ।।
*_-_-_-_-_*