নদীর ধারে বাড়ী আমার ,
নৌকা চোড়ে বেড়াই ,
জলে জলে সাঁতার কাটি ,
আর মাছ ধরে খাই ।
ঘরের ছেলে ঘরে থাকি ,
পাড়ায় পাড়ায় ঘুরি ।
মামা ঘর থেকে মাসি ঘর ,
সাইকেলে দৌড় মারি ।
অনেক যখন ছোট্টো ছিলাম ,
হামা গুড়ি দিতাম আমি,
মামার হাতে খেয়েছি ভাত ,
তখনও আমার থাকেনি মামি ।
অসমাপ্ত ...............