চোখের ভাষা বুঝা যায় সে তো তোমাকে দেখলে ,
তুমি কতো সুন্দর আরও বেশি সুন্দর লাগে রাগলে ।
দৌড়ে আসতে ভালো লাগে তুমি কাছে একবার ডালে ,
আমার খুঁজতে ইচ্ছে করে চোখ থেকে এক পলক হারালে ।
তুমি যদি হতে নদী আমি নৌকা হয়ে কিছুটা বেয়ে নিতাম ,
তোমার ঐ ভরা জলে না হয় কখনও সাঁতারই কাটতাম ।
তবু কি তোমায় না পেয়ে এক তিল কোথাও থাকতাম ,
আমি তোমায় কখনো যদি না মনে ভালোবাসতাম ।

               (_____*_____)