আজ বিকেলে বৃষ্টি এলো ,
সকাল থেকে মেঘলা ছিল ।
বৃষ্টিগুলো ঝোরছিল ,
ছন্দে ছন্দে কি বলছিল ।
আকাশটা ঘন কালো ,
মনটা কেমন দোলা দিলো ।
বৃষ্টির মতো স্মৃতি ছিল ,
হৃদয়ে নদী বয়ে গেলো ।
বৃষ্টিকে ভালোবাসছিল ,
আষাঢ় শ্রাবণ তাই ভাসছিল।

           --------