এসো বরষা বুকে ভরসা ভূবন মাতাতে এসো ,
গ্রীষ্মের পর আষাঢ় শ্রাবণ মেঘে মেঘে শুধু ভাসো ।
           ঝিরি ঝিরি জল নদী কল কল ,
    গাছেতে ফল মাঠেতে ফসল ;
মাটির বুকে প্রাণ বাঁচাতে দেবদূত হয়ে এসো ।।


গুরু গুরু মেঘে জল ভোরে নিয়ে বিদূতবেগে এসো ,
মনের সুখে ভাসিয়ে ভূবন হাসিয়ে তুলো আর হাসো ।
             বন্যা বন্যা জল রাশি বন্যা ,
         ঝর্ণা ঝর্ণা বয়ে চলো ধরণা ;
নদী সাগর বেয়ে তপ্ত ধরণীকে শীতল করতে এসো।।


মেঘে মেঘে লেগে গিয়ে দ্রুম এই পৃথিবীতে এসো ,
বারিতে ভরিয়ে তুলো বরষা আষাঢ় গগনে ভাসো ।
           জল-জল করে বরষা শ্রাবণ মাস ,
      সবুজ হয়ে ওঠে লতা আর ঘাস ;
বরষা ভরসা চৈত্রগরমকে হাঁটাতে বাঁধো সংঘরষো।।

                    বরষার আয়োজন