হাওয়ায় নড়ে পাতা
জল ঝরে ঝরে ,
থেমে গেছে বৃষ্টি
তার অনেক পরে ।
মনে মনে ভাবি
গালে হাত রেখে ,
বিশ্বাস কি করে করি
বৃষ্টি আমার দু'চোখে !
আজ অনেক দিনের পর
মনে হল আমার,
পুরোনো হয়ে গেছ তুমি
ধুলো মেখে চারধার।
সেই একটা ছবি
ঘরের দেওয়ালে টাঁঙানো,
আসবে তুমি ফিরে
মনকে মিছি মিছি ভুলানো।
"বরষার আয়োজন"