আসরে আবার নতুন করে কমর বেঁধে লোড়তে কোসে
ধরেছি গান সুরে বেসুরে তোমার সাথে ।
কি বন্ধু পাল্লা দেবে নাকি আনেক দিনের পুরোনো হিসেব নিতে ? ছাড়ব না এই হালটা ধরে পালটা তাই দিলাম তুলে কবি না হই কবির মতো করে ,
এই যে আমি নিয়ম কানুন জানিনা বলতে কথা মুখ ফোটে বুনো ওলের মতো গলা ধরে ।
ভেবেছ কি তাই নিধিরাম সদ্দার ঘেঁচ করে কেটে দেব নাক খানা বাড়ালে ,
আমার হিসেব থেকে কথা কিছু মাথা থেকে ছাঁটলে ।
তাল থেকে বেতাল আমি পান থেকে চুন খোসলে রেহাই নেই ,
আমি আছি থাকবই ঘুরে মুখ দেখাব সময় হলেই !