বললে আমি সত্যি কথা ছক্কা মেরে উড়িয়ে দেবে ,
এক যে ছিলো স্বপ্ন দেখা পরী বলবে তুমি কবে ?
সে দিনের সেই রাতে একলা ছিলাম এক ঘরে ,
হঠাত্ করেই এসে ছিলো হাওয়ার মতো ওড়ে ।
যখন বই মাথাতে ঘুমিয়ে ছিলাম রাত্রী হতে হতে ,
বইয়ের পাতা হতে জান্ত হতে লাগল ভুতপেঁতে।
তার পরেতে গোভীর রাতে ভয়ে কাঁপতে ছিলাম ,
কিন্তু ভয়ের কারণ গেলো যেই না আলো দেখলাম ।
কালো রেতের আঁধার গেলো সব কিছুই হলো সাদা ,
ভুত গুলো সব কোথায় গেলো একটিও নেই আধা ।
চোখ মেলে ভালো করে দেখলাম আমি আবার ,
সাদা রঙের পোষা পরে রুপার ছড়ি হাতে তার ।
বললাম আমি তাকে "তুমি কি আকাশের পরী" ?
বলল সে আমাকে "হ্যাঁ পরী" ইচ্ছে হলো ধরি ।
বললাম তাকে "পরী তুমি সত্যি এত সুন্দর কি" ?
পরী বলল "আমাকে ছু্ঁয়ে একবার দেখবে নাকি"?

                *****%*****