চাঁদ ছিলো রাত জেগে
সেই রাতে রাত ছিলো পূর্নিমা ।
মন ছিলো মেঘে ডাকা
আর তুমি ছিলে স্মৃতিতে প্রিয়তমা ।।
মন জুড়ে প্রেম ছিলো
সেই রাতের কল্পনায় আল্পনায় ।
তারারাও নাচ ছিলো
টিম টিম অনুরাগের ঐ সীমানায় ।।
সেই রাতের শুরু ছিলো
গোধুলীর রঙে ভাসানো সন্ধ্যাতে ।
কেনো ভালো লাগছিলো
তুমি ছিলে ছায়া শরীরে সেই রাতে ।।
======&======