যে কথা হয়নি বলা মুখেতে ,
সে কথাই বলছি আজ আঁখির পাতাতে ,
তুমি জানো না এমন তোমায় কত ভালোবাসে ।
যে কথা হয়নি লেখা কবিতাতে ,
সে কথাই লিখছি হৃদয়ের মাঝেতে ,
তোমার স্মৃতি নিয়ে ভাবছি বসে বসে ।।
যে কথা আজকে লেখা এখনো পড়নি ,
সে কথাই বলতে বাকী ছিল বলা হয়নি ,
তুমি আমার রক্ত শিরা হৃদয়ের স্পন্দন ।
যে কথা আজকে ভাবছি তুমি জানোনি ,
সে কথাই বলব তোমায় যে কথা আগে শোনোনি
আমি তোমার শরীরের অবস্থিত অঙ্গ অবরণ ।।