সময়ের সাথে
- - সুখেন্দু মাইতি

মিষ্টি হাসি দিয়ে মারলে লাথি যেমন ,
ছিল দক্ষিণা হাওয়া এক মুহুর্তে পাল্টে গেল কেমন ।

এমন তো হয়েই থাকে কারো না কারো জীবনে ,
বিশ্বাস করে আঘাত পায় নিজে নিজের কারণে ।

ভালোবাসা দিয়ে রাখলে সে কি হয় বেইমান ?
সময়ে সব চেনা যায় কে ভালোবাসার দেয় প্রতিদান ।

চলা সহজ নয় সময়ের সাথে পা ফেলাতে ফেলাতে ,
সময় কখনো হাওয়ার ঝোকা ওমনিই যায় যে মেতে ।

অপ্রিয় সত্য কথা যেই বলেছ আসবে ছুটে বিবাদ ,
ভালো ব্যবহারেও শত্রু যায় যে চেনা যেমন আছে প্রবাদ ।

মিষ্টি হাসি মুখটি রেখে বললে কথা খুব ভালো ,
সাবধানের মার নেই অন্ধ বিশ্বাস না করে পা ফেলো ।

কালোও খারাপ নয় সাদা না থাকলে পারে ,
কালোই আলো দেয় কালোর মধ্যে ঘরে ।

                (====*====)