তোমারি শ্রীচরণে পড়ুক ফুল কন্টিতে জমো হোক মালা আজ পঁচিশে বৈশাখ ।
ছোটো থেকে বড় সবার মুখে উচ্চারিত হোক তোমার গদ্য পদ্য ।
দেশে দশে সমানে সমালোচনা শুধু তোমারি হোক আমার শহস্র প্রার্থনা ।
মহাগুরু বিশ্বকবি সাহিত্য জগতের শীর্ষ মনি
তোমার সাহিত্য ভান্ডার পূর্ণ হোক সর্ব কালের রচনা ক্ষনি ।
আজকের দিনে এসেছিলে যবে এনেছিলে লয়ে হৃদয় ভরা প্রেমের সাগর ,
বিলিয়েছ ভালোবাসা সকল প্রানে সমানে সমানে ;
কাউকে করোনি আলাদা আপন নয়নে ।
না জাতি না বর্ন মিলায়ে মিশে এক শূন্য
তাইতো আজ আজকের দিনটি অমর ।
                
             =   ____ঁ____   =