কি লিখি ভেবে না পাই,
মন হারিয়ে আকাশ পানে চাই !
উপায় খুঁজি উপায় না মিলে ,
দু'লাইন দু'লাইন লিখি মন তুলে ।।