তুমি ডাকলে আমি এলাম
তুমি বললে আমি শুনলাম ।
আমি আছি তোমার পাশে
এই দেখ আছি আমি বশে ।।
তুমি সামনে আরো সামনে
সশরীরে কাঁপনে সিহরনে ।
আমি শুনলাম তুমি বললে
কেন এতো ভালোবাসলে ।।

        ***%***