সামনে তুমি দূরে আমি ,
এলাম তবু কাছে ।
প্রেমের টানে ভাবের বানে
স্মৃতি ভেসে আছে ।।

বলবে তুমি শোনব আমি
বলবে তুমি কখন !
তোমার তরে মনের ঘরে


      ___*___