আকাশে সূর্য ওঠে পাখিরা ডাকে ,
ভোরের আলোকে সকালে জানাই সুপ্রভাত ।
রোজকার মত একমন্তর ভগবানের নাম নেই ,
দিনটা বেশ কেটে যাক নাথাকু অজুহাত ।।
কাল যা ছিল-ছিল অজ না হোক ভুল ত্রুটি ,
যাই হোক ভালো হোক না শুনি গঞ্জনা ,
অবোধ আমি নেই শুবুদ্ধি কাজে পিছিয়ে পড়ি ,
ক্ষমা কর প্রভু শোন হে ভক্তের পার্থনা।।
মনে মনে ভাবি যা ভাবি তাই যদি হোত ,
স্বপ্ন বলে কিছু থাকত না হয়ে যেত বাস্তব ।
পাখিরা আকাশে ওড়ে যেথা খুশি সেথা যায়
যা চায় মানুষের মধেও যদি হোত সম্ভব ।।
* ____*____ *