আমি অঙ্কিতার নাম কেটে,
নাম রেখেছি বউ।
অঙ্কিতাকে আমি ভালোবাসি,
আর জানেনি কেউ।।
এই আকাশ জানে বাতাস জানে,
আর জানে দু'টি মন।
একটি আমার একটি অঙ্কিতার,
শুধু দু'জন দু'জন।।

     *******