এক গুচ্ছ গোলাপ নয়
এক কোটি ভালোবাসা ,
ছোটো পুকুর বা নদী নয়
সমুদ্রের মতো জমেছে আশা ।
চোখের ভাষা যদি বুঝতে পারি ,
না বলা কথা যদি শুনতে পারি ।
তাহলে করিনিতো ভুল ,
পাতার আড়ালে ফোটা তুমি ফুল ।
তোমায় চিনতে ভুল করিনি ,
আমার মনের রানী নয়ন মনি ।
তুমি আমার আমি তোমার ,
কেউ না হয় যেনো আর ।
%%%%%