সুরে সুরে জানাতে চায় আজ মন তোমাকে ,
দূরে সোরে থাক তুমি কেন বোঝন আমাকে ।
কত আশা নিয়ে বুকে রাত্রী আকাশে তারা গুনছি ,
চাঁদের পলক সোরে না মধুর হয় রাত্রী তাই দেখছি ।
ধীরে ধীরে তুমি এলে কাছে ,
আকাশে আমি আকাশ নীচে ।
পা থেকে সোরে গেল ভূমি ,
দু'চোখে কি নেশা ছড়ালে তুমি ।
রাতে ঘুম নেই দিনে কথা কম ,
কিছু যেন হচ্ছে বোঝবার মত নেই দম ।
উড়ু উড়ু মন উড়ছে পাখি ,
নেই তেমন শিকল যে ধোরে রাখি ।
আজ আমি আজ আছি কাল জানি না কি হবে ,
ভালোবাসি ভালোবাসব যেমন করে পারি তোবে ।
%%%%%%%