আয়রে আমার হাঁদল পাখি

সোনার খাঁচা ভেঙে কোথায় গেলি ;

কেমন আছু কি করছু এখন কোখায়

মনের মত সুখের বাসা তেমন পেলি ?


হয়ত দিতে পারিনি তোকে

দু'বেলা দু'মুঠো ভালো খেতে ;

তাই তোর মনে পুষে ছিলি রাগ

স্বপ্নেও ভাবিনি পারবি ওড়ে যেতে।


তাই যদি গেলি বলে যেতে পারতি

কি ছিল আমার কত খানি দোষ;

তা নাজেনে পাচ্ছি নিয়ত কত ব্যাথা

নাজানি এখনো আছে কত তোর রোষ।


যদি হয় সুখের বাসা থাকতে পারু সুখে

আমার ভাঙা সোনার খাঁচা থাকুক পড়ে;

গেলি যখন যাবি তবে আমায় ভুলে

আমার হাঁদল পাখি যেতে দিলাম তোরে ।

              *******