পড়ার ফাঁকে তোকে
এক বার ভাবলাম ,
লেখার কাগজের কোণে
তোর নাম লিখে রাখলাম।
তুই আমাকে ভালো বাসু
আমি ও তো বুঝি ,
তোর দিকে তাকিয়ে
তোর চোখে সুখ তারা খুঁজি ।
কবে কবে কবে
বলবি তুই আমাকে ,
ওদের হয়েছে অমাদেরও হবে
কবে পাব তোকে ।
তুই তো বড়োই লাজুক মেয়ে
মুখে তোর কথা ফোঁটেনা,
তুই বলবি কি হবে
লজ্জার সীমা থাকবেনা ।