দিন যদি চলে যায় রাত আসে ফিরে ,

আঁধার ফাঁকে উকি দেয় চাঁদ এসে ঘরে ।

মেঘ দেখে ভয় হয় যদি ওঠে তুফান ,

সাজানো বাগান রক্ষা করে আছে ভগবান।

মন যদি ভেঙে যায় অভাবের আঘাতে ,

স্বপ্ন এসে শিক্ষা দেয় সদা এগিয়ে যেতে ।

চলার পথ কখনো সোজা থেকে যায় বেঁকে ,

ভয় হয় সাহস কে বুকে ধরি সামনে থেকে ।

আশায় বাঁচে জীবন সাঁঝের বেলা কাঁদে ,

সত্যের আলো সূর্য ভরসায় বুক বাঁধে ।

                 #######