কচি কলাপাতা কাঁচা হাতে লেখা কবিতা
আঁকা বাঁকা রকমে ।
লিখেছি আবল তাবল মানে
বন্ধু চিঠি নীল খামে ।।
রং ভেজা প্রজাপতি
মিষ্ঠি নীল আকাশ ।
ভেবেগেছ কত কি
জানে না এই দুষ্টু বাতাস ।
আছে বলে ভালোবাসা
তাই মনে রাগ হয় ।
তুমি ভালো সুন্দর
স্পর্শ করতেও লাগে ভয় ।।
তাই একটু খানি ভালোবাসা
ফুলের সাথে দিলাম গেঁথে।
বন্ধু অনেক পেয়েছি
তোমার মতো পাইনি চলার পথে ।।
    
           ----------