আমাদের ছোটো নদী,
নদীর জল বড়ো ঘোলা ।
ছেলে মেয়ে স্নান করে ,
জামা কাপড় রেখে খোলা।।
ডুবে ডুবে খেলে তারা,
করে কোলাহল।
একে ধরে ওকে ধরে,
ছিটা মারে জল।।
তারা বাচ্চা ছেলে ,
লাংটা হুদুম পঁদে।
খেলছে হরেক রকম খেলা,
মনের সুখে আনন্দে।।
জল ছিটিয়ে সাঁতার কেটে,
কেউ যাচ্ছে ভেসে জলে।
কেউ এক ডুবে গভীর গিয়ে,
মাটি আনলাছে তুলে।।
o.Oo.Oo.O