আয়রে আমার হাঁন্দলপাখি
সোনার খাঁচায় রবো,
মুসুর-ডাল, ভুট্টা-দানা
দুই ভাগ করে খাব।
সকাল বিকাল তোর লাগি
ভাবের কথা মিষ্টি করে কবো,
সোনার খাঁচায় দানা-পানি
আর আমরা দুই পড়ে রবো।
আঁখির পানে আঁখি রবে
চঞ্চুতে চঞ্চুতে চুম্বন লবো,
আমি তুই একলা খাঁচায়
তুই বৌ হবি আমি তোর বর হবো।
%%%%%%