পাগলা দাশুর কবিতা
আবোল তাবোল বলছি অনেক কথা,
আমি নই পাগলা দাশু খারাপ নয় আমার মাথা।
আমি কখনো পড়িনি সুকুমার রায়ের কবিতা,
ইস্কুল গিয়েছি মনে নেই ছোট বেলার কথা।
আরে ছি ছি রাম রাম মিথ্যে কথা বলো কেনো?
এই যুগে মন্ত্রীরা কেউ চুরি করে না তোমরাও তো জানো।
সেদিন কলকাতা দুর্গা পূজা দেখতে গিয়ে ২০০০ টাকার নোট পড়ে গেছে,
কোনো ভদ্রলোকের ছেলে হবে আমাকে টাকাটা গুড়িয়ে দিয়েছে।
ছেলে মেয়েরা আজ কাল অনেক সাহসী মাল সিগারেট খায় ওপেনলি,
কাজ নেই এখন বাংলায় জব কার্ড চালু করতে যেতে হবে নাকি দিল্লি।
শিক্ষার বন্যা বয়ে যাচ্ছে সেদিকে নেই ভাবনা,
শিক্ষিত এখন সবাই চামচা গিরি তাই নতুন একধরনের খেলনা।
এই দেখো কি সব উল্টাপাল্টা বলছি আসল কথা ছেড়ে,
সব খবর ফালতু যদি সোশ্যাল মিডিয়ায় নজর না নেয় কেড়ে।