হৃদয় নিকেতন প্রাঙ্গণ
শিউলি ঝরা গন্ধে,
প্রভাত দেখি রোদ উজ্জ্বল
ঝলমলে আনন্দে।

রাশি রাশি ফুলের
হাসি দিয়ে ঘেরা উঠন,
সুন্দর সাজানো যেনো
মন্দির গৃহের গঠন।

আছে গাছ-পালা
ফুল ফল রাশি রাশি,
গৃহ পালিত বিড়াল ছানা
হাস মুরগির দেশী।

হরি মন্দির আছে উঠনে
ঘরের কাছ ঘেঁষে,
স্থলপদ্দ  অপরাজিতায়
দুই ধারে গেছে মিশে।

ছোটো একটি পুকুর
জলে খেলে মাছ তার,
সুপারি গাছের সারি
সরু ঐ পুকুরের পাড়।

আম গাছ জামুরা গাছ
আছে আরও লিচি,
সারা দিন লেগে থাকে
পশু পাখির চেচামেচি।

পাখ-পাখালি গাছ-গাছালি
মাছ-মাছালির দেশ,
মাঠে মাঠে গরু ছাগল
হাতি ঘোড়া মেষ।

সকাল সন্ধা আলো
ঝলমল সোনালী আবেশ,
রাতের আকাশ তারায়
ভরা রুপোলী উন্মেষ।

লম্বা লম্বা গাছ পালা
যেন দুহিতার কেশ,
ফুলে ফুলে প্রজাপতি
ফলে ফল অনি:শেষ।