ফেসবুকে খুঁজেছি যে তোমাকে,
সার্চ করে লিখে তোমার নাম।
গুগলে চোখ রেখে দেখেছি,
ম্যাপে তোমার লোকেশান গ্রাম।।
ফেসবুকে দেখি তোমার কত ফ্যান,
আপলোড ফোটোতে যত লাইক।
মেকাপ করে হাঁটছো রোডের ধারে,
কখনও ব্যাক সিটে ছেলের বাইক।।
জেনেছি ইন্টারনেটে বায়ো ডাটা,
স্কুল কলেজ থেকে বয় ফ্রেন্ড যত।
নিউশ পেপারেও দেখি আসে নাম,
পেছনে মিডিয়াও আছে কত কত।।