দুটি গাছের শুকনো পাতা উত্তর-দক্ষিণ,
মৃদুমন্দ হাওয়া বইছে যেমন বয় সারাদিন।
পাতা দুটি চাইছে বাঁধন ভাঙ্গা ছুটি,
একটু জোরে বইলে হাওয়া মিলবে দুটি।
আছে সম্মুখ পানে চেয়ে দেখছে দুজন,
কেউ হাসি মুখটা দেখাচ্ছে না অভিমানী মন।
সেই যে রাস্তার ধারে পড়ে আছে দুটি পাতা,
আমি লিখছি খাতায় ভর্তি করে সেই কথা।
মাঝে মাঝে দেখি পাতা দুটি একটু আধটু নড়ে,
এই দেখে অবস্থা ভাবছি আমি চুপটি করে।
দুটি পাতার মাঝ বরাবর লম্বা রাস্তা গেছে চলে,
মাঝখানে অনেক বাধা দুটি পাতার আড়ালে।
এমন সময় হঠাৎ করে উঠলো জোরে ঝড়,
দেখি দুটো পাতা মিলে মিশে গেছে পরস্পর।
বিধাতাও জানে কাকে কখন কোথায় নিয়ে যাবে,
সব পরিস্থিতিরই সমাধান ঠিক তিনিই করে দেবে।

বাংলা কবিতা স্মারক