নীল আকাশ সাদা পায়রা,
বট গাছ ভীষন ছায়রা।
বড় দীঘি কাল জল,
ছোটো স্কুল ছেলের দল।

উঁচু তাল গাছ আকাশের গায়,
সূর্য্যের দিকে উঁকি মেরে চায়।
ঐ দেখো ঐ চাঁদ মামা যে,
আকাশের কপালে টিপ দিয়েছে।

খুকুমনি খুকুমনি ওঠরে,
চোখ-মুখ ধোও রে।
সকালে যে স্কুল আছে
ভুলে গেলে চলে রে?

ছোটো ছেলে হামা দেয়
গায়ে দেয় না যে জামা,
কেঁদে কেঁদে ভুলে যায়
কপালে দিলে তার চুমা।


পাড়ার ছেলে ওরা খেলা ধুলা করে,
মাঝে মাঝে মার পিঠ ঝগড়াও করে।
ভুল বুঝা বুঝি ভুল কোরে করে,
আবার মিলে মিশে খেলে হাত ধরে।