ক্যালেন্ডার
এই শীত এসেও চলে যাবে থাকবে না,
গত বছরের বসন্ত কাল আবার ফিরে আসবে জীবনে।
পছন্দের ফুল গুলো গাঢ়ো করে রং গায়ে লাগাবে।
নতুন একটা সাজানো বাগান দেখতে পাবো।
ঠিক এমন টাই হবে জানি
মন তাও অপেক্ষা কেনো করে না?
সেই পুরানো কাল ফিরে আসে বারে বারে,
শুধু তুমিটা পাল্টে যাও।
মনের আকাশে নতুন দিগন্ত দেখা দিবে
নতুন কিছু পাখিও উড়বে,
নতুন নতুন সুর বেঁধে।
আবার আমায় যাবে না তো নিয়ে !
যে পথে আমি হারিয়েছি নিজেকে,
মিথ্যে স্বপনের ঘোরে।
হয়তো আবার বদলে যাবে অনেক কিছু আবহাওয়ার মতো।
বদলে দাও যদি পারো আমায় জলবাযুর মতো হয়ে।
আমিও না হয় দেবো উজাড় করে ,
রেখেছি যত মনের ইচ্ছা গোপন খামে।