চলেছি যে কোনো অজানা পথে
যেই পথে পায়ে হেঁটে চলতে হয়,
একাই চলেছি নেই কোনো ভিড়
প্রতি পদে পদে আছে বিপদ ভয়।
দূর দূরান্ত সূর্যের আলো আছে
আবার কখনো আলো নেই রাস্তাতে,
নির্জন এলাকা হচ্ছি একা পার
তবে সব কিছু মিটিয়ে নিচ্ছি সস্তাতে।
সাহস নিয়ে বুকে ধীরে ধীরে চলছে পা
আশ্চর্য হচ্ছি মাঝে মাঝে যেমন দেখা,
কারো সাথে হচ্ছে আলাপ হটাৎ করে
একটু থেমে বিষয় খুঁজে চলছে লেখা।
শহরে গ্রামে মানুষে মানুষে কত মিল
সব মানুষের মাঝে কিছু কিছু পার্থক্য,
আহারে ব্যবহারে মানুষ মানুষের জন্য
ভাষাতেও দেখা দেয় তার ঐক্য বাক্য।