সব ফেলে এসেছি
আমার শৈশব
আমার বাল্য
আমার কৈশোর
আমার না বলা অনেক কথা
তবু কোথাও যেন ছুঁয়ে আছো তুমি
যা সত্য কিন্তু অকপট নয়
অস্থির এক বালুকাময় আঁখি
বারে বারে তোমাকে ছুঁতে চাই
গানে কবিতায় স্মৃতির প্রতি পাতায়
বসন্তকে ছুঁয়েছি শুধু পলাশের রঙে
যে রঙ তুমি আমার হৃদয় রেখেছো
সে যে বসন্তের থেকেও দামি ....