পোশাক তুই লজ্বার আভরণ
একদিন তুই গাছের ছালে
পাতার মোড়কে
বাঁচিয়েছিস লজ্বাকে ।
ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা
আবাল বৃদ্ধ বনিতা,পড়েছে তাই ।
লজ্বা আজ তুই বড় অহংকারী
বড় অকৃতজ্ঞ ...
ভুলেছিস তুই অতীত
যে ছাল, যে পাতা
তকে করল আধুনিকের আধুনিকা
তার গলা টিপে
লজ্বাকে বিবস্ত্রের ছেঁড়া কাপড়ে
বাজারি দামে ঝুলিয়ে
দিয়েছিস ওলিতে-গলিতে ...
হুঁশ নেই তোর
পৃথিবী আজ ধ্বংসের পথে ।