তোমার কাঁচা মাংসের শরীরে
শুধু কি কংক্রিটের গুঁড়ো ?
আমার বিশ্বাস যেন ভেঙ্গে পড়ছে
এ হয় না হতে পারে না ।
একদিন যে চোখের জলে হৃদয় ভাসাতো
সে কেমন করে কঠোর কঠিন ?
বাস্তবতা তাঁর বিশ্বাসের কমল কাদামাটিটাকে
জলন্ত আগুনে পুড়িয়ে
রেখে গেছে একটা পোড়া ইঁট ।
আজও বিশ্বাস বেঁচে আছে
ওই পোড়া ইঁটের পড়ে থাকা কোষে কোষে ।