08.10.12
আমার হয়েও আমার হলেনা,
যাবে আমায় ফেলে।
আমার হয়েও পরের হতে,
রাজি হয়ে গেলে।।
শ্বাস-প্রশ্বাসে তোমার স্বরণে,
আঁকতে থাকি তোমার চিত্র ।
প্রতেক উচ্চরণ স্পষ্ট বলছে,
তুমিই আমার প্রীয় মিত্র।।
এতো কষ্ট এতো কষ্ট,
বুকটা বোধহয় ফাটলো এই।
তুমি না-রাজি হওয়া পর্যন্ত,
আমার কিছু করার নেই।।
এখনো অনেক সময় আছে,
একবার বলো চলো নিয়ে।
সমস্ত ভগবানকে সাক্ষী রেখে,
তোমাকে আমি করবো বিয়ে।।
দুদিনের এই মানবজীবন,
আজ আছে কাল যাবে।
আমার হয়েই থাকো প্লীজ্স,
কথা দিচ্ছি সুখই পাবে।।