08.01.12
যখন তখন মনরে ঘরে,
ঢুকতে কোনো নেই মানা।
মনটা আমার নিজের হয়েও,
আজও রয়েছে আজানা।।
মনটা আমার আপন হয়েও,
কেনো আজ পর !
ইচ্ছা থকলেও ঢুকতে পারছিনা,
কেনো মনের ঘর !!
পাগল আমার মন,
মনের ঘরে বন্ধ।
মনকে সাথে না পেয়ে,
চোখ থেকেও অন্ধ।।
নিজেই নিজেকে চিনতে,
আজ আমি মরিয়া।
চিনতে আমি পারছিনা তবু,
হাল রেখেছি ধরিয়া।।
পাগল আমি অবশ্যই হয়েছি,
নিজেই নিজের হতে।
সকল সময়ই বেস্ত,
নিজের মনকে পেতে।।
মনকে সাথে না পেলে,
দুঃখ রয়েছে এ মনে।
নিজেই নিজের না হলে,
অন্যের হব কেমনে।।