সূর্য হেলে পড়েছে পশ্চিম কোণে
অস্তাচল সূর্যের দীপ্তি পড়েছে পাখিদের পালকে
ঝাঁকে ঝাঁকে পাখি উড়ছে আসমানকে ভালোবেসে,
তাদের ভালোবাসা যেন প্রদোষ নামায় পথে পথে
তারা সুর মেলে দিয়েছে ডানা মেলে গোধুলির আমন্ত্রণে,
পাখিদের চোখের কোটরে প্রবেশ করেছে গোধুলি লগ্নের কোমল আভা
ঘরে ফেরার গানে তাদের যাপিত সকল ইচ্ছে উড়ে কোলাহলের সুরে,
পাখিদের ডানা মেলে উড়ে যাওয়া গোধুলি ক্ষণে কেবলই উৎসবের আকাঙ্ক্ষা জানে।
প্রদোষ নামার মাহেন্দ্রক্ষণে পাখিদের সুরে গোধুলি নামে
পৃথিবীতে প্রশান্তি নামে গোধুলির মোহে রূপকথা হয়ে,
একচিলতে আলো পেশ করে দেয় যেন আসমানের সকল দাবি
অভিযাত্রী পাখিদের সুরে সুর তোলে আলো-আঁধারের মায়া
পাখিদের ডানা মেলে মেঘের পানে ভেসে বেড়ানো শুধুই স্বাধীনতার আহবানে-
পাখিদের সুর গোধুলির হাওয়ায় মিশে থাকে নিভৃতে নির্বিঘ্নে।
অক্টোবর স্মৃতি ভবন,জগন্নাথ হল।