যে নদী বহমান তার মোহে আচ্ছন্ন ভাসমান কতিপয় জলজ
যে নদী বিলীন হবার পথে তার মায়ায় কাতর জলজের প্রাণ
মোহে আচ্ছন্ন জলজ সকল অনুভবে শুধুই বহমান স্রোতস্বিনীকে চেনে
মায়ায় সিক্ত জলজের অনুভূতি কেবলই বিরান তরঙ্গিণীকে চেনে।

যে কানন ফুলের প্রাচুর্যে সমৃদ্ধ তার মোহে মোহিত ভ্রমরের দল
যে কানন পুষ্পের সম্ভারে শোভিত তার মায়ায় আবেশিত প্রজাপতি
মোহে মোহিত ভ্রমর শুধুই ফুলের সৌন্দর্য চেনে
মায়ায় আবেশিত প্রজাপতি কেবলই পুষ্পের প্রস্ফুটিত অনুভূতি জানে।

যে রাত চাঁদের স্বমহিমায় আলোকিত তার মোহে উচ্ছ্বাসিত ক্লান্ত মন
যে রাত অমানিশার অন্ধকারে আবৃত তার মায়ায় বিভোর এক টুকরো লণ্ঠনের আলো
উচ্ছ্বাসিত ক্লান্ত মন চাঁদের আলোয় কেবলই সতেজ
এক টুকরো লণ্ঠনের আলো অমানিশার অন্ধকারে কেবলই  মায়ায় বিভোর আশার প্রহর
চাঁদের আলো ছড়িয়ে দেয় আসমানের মোহ স্থলে স্থলে প্রবাহিণীর কূলে কূলে
এক টুকরো লণ্ঠনের আলো বাড়িয়ে দেয় অন্ধকারের মায়া অমানিশার কালে।


                                                             ( সংক্ষিপ্ত )